পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিছু টিপস্
বর্তমান পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিছু টিপস্:
১. ভাল করে একটা পড়ার রুটিন তৈরি করুন ।২. বিগত সালের প্রশ্ন দেখে সাজেশন বানিয়ে নিন।
৩. বই থেকে ধারণা নিয়ে বানিয়ে লেখার চেষ্টা করুন।
৪. পরীক্ষার সময় সব প্রশ্ন দেওয়ার চেষ্টা করুন।
৫. কোনো প্রশ্ন লিখতে সময় নিবেন না। দ্রুত লিখার অভ্যাস করুন।
৬. কোন প্রশ্ন লিখার সময় ভুলে গেলে, পরিমাণ মত জায়গা ফাঁকা রেখে পরের প্রশ্নের উত্তর দিন।
৭. অন্যের দিকে মনোযোগ না দিয়ে, নিজে যা পারুন লিখুন। অর্থাৎ, পরের উপর নির্ভরশীল হবেন না।
এসব নিয়ম মেনে চললে পরীক্ষায় ভালো রেজাল্ট আশা আশা করা যায়।
আরো জানতে, ক্লিক করুন।
Good Tips.
ReplyDelete